গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
সহকারী পরিচালকের কার্যালয়
পাট অধিদপ্তর
বস্ত্র ও পাট মন্ত্রণালয়
দিনাজপুর।
পাট অধিদপ্তরের রূপকল্প (Vission) এবং অভিলক্ষ্য (Mission)
রূপকল্প (Vission): প্রতিযোগিতা সক্ষম টেকসই পাটখাত।
অভিলক্ষ্য (Mission): পাটচাষী, পাটকল ও ব্যবসায়ীদেরকে সহায়তা প্রদানের মাধ্যমে পাট ও পাটজাত পণ্যের ব্যবহার ও ব্যবসা সম্প্রসারণ।
সহকারী পরিচালক, পাট অধিদপ্তর, দিনাজপুর কার্যালয়ের কার্যক্রমের সংক্ষিপ্ত প্রতিবেদন
১। অবস্থান ও পটভূমিঃ
দিনাজপুর জেলার পৌরসভা এলাকায় উত্তর বালুবাড়িতে মহারাজা গিরিজানাথের স্কুলের সামনে জাকির হোসেন সাহেবের তিনতলা বিল্ডিং এর নীচতলায় সহকারী পরিচালক ও মুখ্য পরিদর্শক, পাট অধিদপ্তর, বস্ত্র ও পাট মন্ত্রণালয়, দিনাজপুর এর কার্যালয়টি অবস্থিত। এ অফিসের নিজস্ব কোন ভবন নাই। ভাড়া করা ভবনে অফিসের কার্যক্রম চলমান। সহকারী পরিচালক কার্যালয়টি মুখ্য পরিদর্শক, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, জয়পুরহাট ও বগুড়া জেলা নিয়ে কার্যক্রম পরিচালিত এবং মুখ্য পরিদর্শক, দিনাজপুর কার্যালয়টি দিনাজপুর জেলার ১৩টি উপজেলা নিয়ে কার্যক্রম পরিচালিত। ১৯৯২ সালে পাট পরিদপ্তর থেকে এনাম কমিটির সুপারিশক্রমে প্রশাসনিক পুনঃবিন্যাসের মাধ্যমে পাট অধিদপ্তর প্রতিষ্ঠিত হয়। পাট অধিদপ্তরের ১০টি প্রশাসনিক অঞ্চলের মধ্যে একটি দিনাজপুর অঞ্চল এবং অধীনস্থ ৫টি জেলা দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, জয়পুরহাট ও বগুড়া। অঞ্চলের সহকারী পরিচালকগণ অফিস প্রধান এবং জেলা পর্যায়ে মুখ্য পরিদর্শকগণ অফিস প্রধান। পাট আইন-২০১৭ এর প্রয়োগ ও বাস্তবায়নের মাধ্যমে মূলত পাট ব্যবসা নিয়ন্ত্রণ, লাইসেন্স, রাজস্ব আদায়, আমদানি, রপ্তানি, মাঠ পর্যায়ের পাট উৎপাদন সংক্রান্ত তথ্য সংগ্রহ করা। পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০ এর আওতায় ১৯টি পণ্যে পলিথিন/প্লাস্টিক এর পরিবর্তে পাটের মোড়কের ব্যবহারের মাধ্যমে পরিবেশের ভারষম্য রক্ষা করা, পাট উৎপাদন, পাট পণ্যের আভ্যন্তরীন ব্যবহার বৃদ্ধি করে স্থানীয় পর্যায়ে স্বল্প-মেয়াদী, মধ্যম-মেয়াদী ও দীর্ঘ মেয়াদী পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে প্রতিযোগিতামূলক টেকসই একটি শক্তিশালী পাটখাত সৃষ্টি করা। পাট উৎপাদন ও পাটবীজ উৎপাদন কার্যক্রম একটি উন্নয়ন প্রকল্প দীর্ঘদিন যাবৎ পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন আছে।
২। সহকারী পরিচালক, পাট অধিদপ্তর, দিনাজপুর কার্যালয়ের কার্যাবলীঃ
৩। জনবলঃ (দিনাজপুর অঞ্চল)
ক্রমিক নং |
অফিসে নাম |
মঞ্জুরীকৃত পদ |
কর্মরত পদ |
শুন্য পদ |
মন্তব্য |
১ |
২ |
৩ |
৪ |
৫ |
৬ |
০১ |
সহকারী পরিচালকের কার্যালয়, দিনাজপুর- ১টি |
৬ |
৩ |
৩ |
- |
০২ |
মুখ্য পরিদর্শকের কার্যালয়, দিনাজপুর অঞ্চলে-৫টি(দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, জয়পুরহাট ও বগুড়া) |
২০ |
১
|
১৯ |
- |
০৩ |
পরিদর্শক(পাট) এর কার্যালয়-১টি (সোনাতলা, বগুড়া) |
৩ |
- |
৩ |
- |
মোট অফিসের সংখ্যা= ৭টি |
২৯টি |
৪টি |
২৫টি |
|
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস